চুলের জন্য ঘরে তৈরি মেয়নেজ


আজকে আমি যে রেসিপি টি আপনাদের সঙ্গে সেয়ার করবো সেটি বানানো খুব সহজ এবং চুলের জন্য অবশ্যই লাভদায়ি। মেয়নিজ!


মেয়নিজ বানাতে কি কি লাগবে

১ টা ডিম
তেল
লেবুর রস ৫ চামচ

মেয়নিজ বানানোর পদ্ধতি

মেয়নিজ বানাতে আমি ৫ চামচ করে তিন রকমের তেল ব্যবহার করেছি যেমন, নারকেল তেল, অলিভ তেল, এবং আমন্ড তেল। আপনারা চাইলে শুধু নারকেল তেল, অলিভ তেল, বা আমন্ড তেল ব্যবহার করতে পারেন। বা যে কোন দুটিও ব্যবহার করতে পারেন। প্রথমেই আমি আমার তিন রকমের তেল একটি বাতিতে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে ডিম যোগ করে একটি মিক্সিতে রেখে খুব ভালো করে ১৫ থেকে ২০ সেকেন্ড ব্লেন্ড করে নিতে হবে। এই মিশ্রণটিতে লেবুর রস যোগ করে আবার ২০ থেকে ৩০ সেকেন্ডের জন্য ব্লেন্ড করতে হবে। ব্যস তৈরি! এবার একটি চুলে ব্যবহার করুন।




মেয়নিজের জন্য আমি ১ টি ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে দুটি ডিম ব্যবহার করতে পারেন। অনেকে ভিনিগার ব্যবহার করেন। তবে আমি  ভিনিগার ছাড়াই মেয়নিজ পছন্দ করি। মেয়নিজ বিভিন্ন ধরনের হেয়ার মাস্ক বানাবার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই রকমই কিছু হেয়ার মাস্ক আমি মেয়নিজ পর্বে আপনাদের সঙ্গে সেয়ার করবো।
কেমন লাগলো জানাবেন। আর এটি বানাতে কোন সমস্যা হলে অবশ্যই জানতে চাইবেন।

আর পড়ুন   মেয়নেজ লাগানোর পদ্ধতি