রিভিউ : Lakme Absolute Gel Addict Eyeliner

আমি আজ যে আইলাইনারটির রিভিউ করছি সত্যি বলতে কি আমি খুব excited কারন খুব লিমিটেট এডিশনের একটি আইলাইনার এখন থেকে আমিও ব্যবহার করছি। Lakme Absolute Gel Addict Eyeliner টি আমি কিনবো সে রকম কোন প্ল্যান আমার ছিল না।  অন্য মেকআপ সামগ্রী দেখার সময় সেই সোপের যে expert ছিলেন তিনিই আমাকে বললেন ‘ you must try this’ আমিও ভাবলাম ঠিক আছে দেখে নেই। কারন আমি জানতাম    ভারতীয় বাজারে খুব বেশি দিন হয় নি এই জেল লাইনারটি এসেছে। Lakme   ফ্যাশন শো কোন এক পর্বে ডিজাইনার মনিষ মালহোত্রার  Bridal শো তে এটি প্রথম লঞ্চ হয়। আসলে wedding season কথা মাথায় রেখেই এই গ্লসি লাইনারটি বাজারে লঞ্চ করা হয়। গ্লসি মেকআপ সঙ্গে এই জেল লাইনারটি খুব ভালো মানায়। একটা বোল্ড সুন্দর লুক আনতে এই লাইনারটির জুরি নেই।  

বর্তমান এই লাইনারটির ৭ টি gorgeous  রং পাওয়া যাচ্ছে White Delight, Vine Yard, Tempting Teal, Grey Ash, Must Have (Black), Deep Sea (Blue) and Metallic Bronze ।   প্রথমবার যখন আমি এতোগুলো রং দেখে বেশ উত্তেজিত হয়ে পরি। তারপর ভাবলাম যে একমন একটা রং বাছাই করি যা সব পোশাকের সঙ্গে তো মানাবেই তেমনি দিন বা রাতের বেলাতেও ভালো লাগবে। তবে প্রত্যেকটি রঙের একটি নিজেস্ব ব্যাখ্যা আছে। যে যার মতো করে সেটি ভাবতে পারেন। তাই আমি আমার মতো করে বেছে নিলাম Metallic Bronze  এর মধ্যে একটা গোল্ডেন আভা আভা আছে যা আমার স্কিন টোনের সঙ্গে তো যাবেই আর মোটামুটি সব পোশাকের সঙ্গেও ব্যবহার করা যাবে।  
Net Wt: 2.3 gm
Price: Rs. 800
Shelf Life: 3 years.
এবার প্রডাক্টটির নিয়ে আমার অভিজ্ঞতা সেয়ার করি। প্রথমেই আসি প্যাকেজিং। খুব ছোট একটি কাগজের বক্স বা প্যাকেট যাই বলুন তার মধ্যে একটি কাঁচের পাত্রে এই জেল লাইনারটি আসে। বুঝতেই পারছেন Net Wt: 2.3 gm তাহলে কতো ছোট হবে সেই পাত্র। হাতে নেওয়া খুব সহজ। ভীষণ হালকা। পাত্রটির cap এর সঙ্গেই লাগানো আছে একটি ছোট ব্রাশ। যার সাহায্যে খুব সহজেই আইলাইনার লাগানো যায়। আমার ব্যক্তিগত অভিমত ব্রাশটি ছোট হলেও বেশ কাজের। হাতে control থাকলে সরু বা মোটা যেকোন রকম ভাবেই লাইনার পরতে পারবেন।
এবার আসি প্রডাক্টটি নিয়ে। আমি এক আগে যতো রকমের লাইনার ব্যবহার করেছি সেই অভিজ্ঞতা থেকে বলছি এটি বেস্ট। এর প্রথম কারনটা হচ্ছে এর খুব নরম জেল ভাব। দেখলে মনে হতে পারে যে লাগানোর পরে হয়তো ছড়িয়ে যেতে পারে। কিন্তু না। এটি ছড়িয়ে যাবে না এবং এটি water proof। তাছার একটা হালকা মিষ্টি গন্ধও পাওয়া যায়। খুব সহজেই লাগানো যায় এবং এর ব্যবহারে চোখে জলও আসে না। আর যেহেতু এটি water proof আইলাইনার তাই অবশ্যই water proof রিমুভার দিয়েই তুলতে হবে। আমি এই আইলাইনারটি তোলার জন্য ব্যবহার করেছি Lakme Absolute Bi Phased Makeup Remover
আমার অপছন্দ
Gel Eyeliner মসৃণ এবং সহজে glides হয় কিন্তু এটি একটু পাতলা  ফল, একটি যখন প্রয়োগ করছেন তখন দেখবেন যে শেষ প্রান্তটি সরু হচ্ছে না। আরেকটি সমস্যা হল যে স্মার্ট ব্রাশটি cap থেকে সহজেই খুলে আসতে চায় না। আপনাকে হয়তো এর জন্য একটু লড়াইও করতে হতে পারে।  তবে সব দিক থেকে বললে আমার অভিজ্ঞতা খুব ভালো। আর আপনার অভিজ্ঞতা কেমন, জানাতে ভুলবেন না।

রেটিং ৪/৫